না যদি চুপিসারে থাকেই প্রেম আজো
হিয়ায় কেন ওঠে ঝড় কাল বোশেখীর মতো
দক্ষিণ দুয়ারে কেন সে দেয় টোকা, সংগোপনে?
তোমার প্রিয় হাতের ঘড়ি, আমার প্রিয়
মাতাল করা তোমার গায়ের রং; প্রেমের শেষ অভিসারে
রই রিক্সায় বেশ কিছুক্ষণ।
প্রেরণা তোমার কাছেই পাওয়া
মেরে হৃদয় বাঁচাই জীবন।
১৬ই ডিসেম্বর ২০২০