আমি একেবারে তোমাদের বিপরীতেই বাস করি, কাছাকাছি
তাই, তুমি উজ্জ্বল, আমি উজ্জ্বল শ্যাম বর্ণ
তুমি ঘুমাতে যাও তখন যখন আমরা জেগে কাজ করি
এবং আমরা যখন কাজে যাই তোমরা তখন বিছানায়
আমি তোমার ঠিক বিপরীতে বাস করি, প্রিয়
ঠিক পৃথিবীর উল্টো দিকে, পাশের বাসায়
তাই তুমি বলো সুভ রাত্রী
আমি শুনি গুড মর্নিং