আস্ত সূর্য অস্ত গেল! পাহাড় মেঘের নীচে
এ জ্যোতিষ্ক
জীবন্ত মানুষের মতই
সত্যাসত্যের ভেদাভেদ করে, দেখিয়ে দেওয়া
মেঘতো মেঘই, পাহাড় ঘুমন্ত ভিসুভিয়াস
আর নদীগুলো সব আলোর ছটায় নীল
কেউ গেছে চলে বনে, বুনে দিতে রক্তে রাঙ্গানো বীজ
কেউ কেউ আজো শব্দ দিয়েই রক্তে জ্বালা বোনে
ধোয়ার মশাল জ্বেলে
বীরশ্রেষ্ঠ আর্য
বীরজাতির বীর্য তোমার গায়ে।